প্রকাশিত : ২ মার্চ, ২০২১ ২২:৩৮

বগুড়ায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুর্বণ জয়ন্তী উৎসব করবে সম্মিলিত সাংস্কৃতিক জোট

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুর্বণ জয়ন্তী উৎসব করবে সম্মিলিত সাংস্কৃতিক জোট

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুর্বণ জয়ন্তী উৎসব উপলক্ষে বগুড়ায় বইমেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, শিশুদের নিয়ে প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধার মুখে মুক্তিযুদ্ধের দিনগুলি নিয়ে গল্পবলা, শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে সম্মিলিত সাংস্কৃতিক জোট, বগুড়া। 

আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশুদিবস থেকে ২৬ মার্চ স্বাধীনতা দিবস পর্যন্ত ১০ দিনব্যাপী এই আয়োজন চলবে বগুড়া শহরের শহীদ খোকন পার্ক চত্বরে। সোমবার রাতে সম্মিলিত সাংস্কৃতিক জোট, বগুড়ার এক সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
বইমেলায় আগ্রহী প্রকাশনী, পুস্তক ব্যবসায়ি, অনুষ্ঠানে আগ্রহী জোটভুক্ত সংগঠনের প্রতিনিধিবৃন্দকে যোগাযোগ করতে বলা হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার  / সাজ্জাদ হোসাইন

উপরে