প্রকাশিত : ৬ মার্চ, ২০২১ ২২:৪২

জয়পুরহাটে তিন নারী মাদক কারবারি আটক

স্বাধীন মাস্টার আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটে তিন নারী মাদক কারবারি আটক

জয়পুরহাটের আক্কেলপুরে ফেন্সিডিল ও গাঁজাসহ তিন নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।শুক্রবার দুপুরে আক্কেলপুর পৌর এলাকার সোনামুখী ব্রিজে গোপন সংবাদের ভিতিত্তে এস আই সোহানুর রহমান , এস আই কারিউল রাকিব ও এ এস আই শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ পৃথক পৃথক অভিযান চালিয়ে তিন নারী মাদক কারবারিকে চৌদ্দ বোতল ফেন্সিডিল ও আট’শ গ্রাম গাঁজা সহ আটক করেন। আটককৃতরা হলেন বগুড়া জেলার আদমদিঘী উপজেলার শান্তাহার এলাকার আতাউর রহমানের স্ত্রী সালমা বেগম (৩৩), একই এলাকার মোকছেদের স্ত্রী লাইলী (৫৫) এবং বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার ভালী গ্রামের সামাদ মন্ডলের স্ত্রী রওশন আরা(৫৮)। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ খাঁন এ তথ্য নিশ্চিত করেন।

উপরে