খেলতে গিয়ে দেয়ালচাপায় প্রাণ হারালো শিশু
নির্মাণাধীন বাড়ির দেয়াল ধসে রাহেনুল ইসলাম নামের আড়াই বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। শনিবার (৬ মার্চ) দুপরে পাবনা শহরের গোবিন্দা মহল্লায় এ ঘটনা ঘটে।
শিশুটি ভাড়াটিয়া ইনতাজ উদ্দিনের ছেলে। ইনতাজ উদ্দিনের বাড়ি নীলফামারি জেলায়। তিনি পাবনার গোবিন্দা মহল্লার আবুল হোসেন বাড়ির ভাড়াটিয়া ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল হোসেনের বাড়ির পাশে বিপ্লব হোসেনের বাড়ির নির্মাণকাজ চলছিল। রাহেনুল ওই বাড়ির প্রাচীরের পাশে খেলা করার সময় হঠাৎ প্রাচীরটি ভেঙে পড়ে। এতে রাহেনুল তার নিচে চাপা পড়ে।
আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এবিষয় কেউ কোনো থেকে অভিযোগ করেননি।
উল্লেখ্য, ২০১৮ সালের ২১ এপ্রিল পাবনা সদর উপজেলার শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বালির ট্রাকের ধাক্কায় দেয়াল ধসে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী আফরিন খাতুন (৯) প্রাণ হারিয়েছিল। গুরুতর আহত হয়েছিল আরো তিন শিশু।
সেসময় পাবনার স্থানীয় জনসাধারণ বিপজ্জনক দেয়ালগুলোকে নিরাপত্তা বেস্টনিতে রাখার দাবিতে ব্যাপক আন্দোলন করেছিলেন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন