প্রকাশিত : ৭ মার্চ, ২০২১ ২১:৩৫

শাজাহানপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
শাজাহানপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

 ঐতিহাসকি ৭ মার্চ উপলক্ষ্যে বগুড়ার শাজাহানপুর উপজেলা প্রশাসন, থানা পুলিশ, উপজেলা আওয়ামীলীগ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নানা কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির মধ্যে ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র‌্যালি, মুক্তিযোদ্ধা সমাবেশ, আলোচনা সভা, টেলিভিশনে প্রদত্ত প্রধানমন্ত্রীর ভাষণ প্রদর্শণ, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান। 
উপজেলা নির্বাহী অফিসার আসিফ আহমেদের সভাপতিত্বে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। অপরদিকে থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ্ আল মামুনের সভাপতিত্বে থানা পুলিশ আয়োজিত ৭ মার্চ ও জাতিসংঘ কর্তৃক বাংলাদেশকে এলডিসি থেকে উন্নয়নশীল দেশ হিসেবে চুড়ান্ত সুপারিশ উপলক্ষ্যে ‘আনন্দ উদ্যাপন’ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোতাহার হোসেন। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। এছাড়াও উভয় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান এম সুলতান আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, সহকারি কমিশনার (ভূমি) মো: আশিক খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম। অন্যান্যের মধ্যে অংশ নেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌরগোপাল গোস্বামী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সরকারি কর্মকর্তা-কর্মচারি। 

দৈনিক চাঁদনী বাজার  / সাজ্জাদ হোসাইন

 

উপরে