প্রকাশিত : ৭ মার্চ, ২০২১ ২১:৪৩

ধুনট থানা পুলিশের আনন্দ উদযাপন

ধুনট (বগুড়া) প্রতিনিধি
ধুনট থানা পুলিশের আনন্দ উদযাপন

ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে এবং বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে বগুড়ার ধুনট থানা পুলিশের আনন্দ উদযাপিত হয়েছে। 

রবিবার বিকেলে ধুনট থানা চত্তরে কেক কর্তন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনন্দ উদযাপন করা হয়।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালার সভাপতিত্বে আনন্দ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত।

ধুনট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জাহিদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ধুনট উপজেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি গোলাম সোবাহান, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, শেরপুর উপজেলা পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি প্রকৌশলী আসিফ ইকবাল সনি, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, ধুনট থানার এসআই প্রদীপ কুমার, এসআই রুহুল আমিন খান, এসআই নুরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম, শিক্ষার্থী মিতু প্রমূখ। 

দৈনিক চাঁদনী বাজার  / সাজ্জাদ হোসাইন

উপরে