প্রকাশিত : ৮ মার্চ, ২০২১ ১৬:১৭

৯ মণ জাটকা ফেলে পালালেন বিক্রেতারা

অনলাইন ডেস্ক
৯ মণ জাটকা ফেলে পালালেন বিক্রেতারা

মুন্সিগঞ্জের লৌহজংয়ে মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির অভিযানে সাড়ে ৯ মণ (৩৮০ কেজি) জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। সোমবার (৮ মার্চ) ভোর ৫টায় মাওয়া পুরাতন মাছবাজার এলাকা ও পদ্মানদীতে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়।

জব্দকৃত জাটকার আনুমানিক মূল্য এক লাখ ১৫ হাজার টাকা বলে জানিয়েছে নৌপুলিশ।

পরে সকাল ৯টায় উপজেলার বিভিন্ন মাদরাসা, এতিমখানা ও দুঃস্থ পরিবারের মধ্যে মাছগুলো বিতরণ করা হয়।

মাওয়া নৌপুলিশ ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল কবির জানান, বিক্রির জন্য মাওয়া পুরাতন মাছ বাজার এলাকায় জাটকা মজুত করা হচ্ছে এমন খবর পেয়ে ভোরে অভিযান চালিয়ে বাজার এলাকা ও পাশের পদ্মানদীতে রাখা ট্রলার থেকে এসব জাটকা জব্দ করা হয়। তবে জাটকা বিক্রেতারা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

এসময় জাটকা পরিবহনের কাজে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়। পরে উপজেলা মৎস্য অফিসের অনুমতিতে জাটকা মাছগুলো বিতরণ করা হয়।

দৈনিক চাঁদনী বাজার  / সাজ্জাদ হোসাইন

উপরে