প্রকাশিত : ৯ মার্চ, ২০২১ ২১:২৮

নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপি নেতা ইউনূস আলীর কবর জিয়ারত করলেন এমপি জি এম সিরাজ

শাজাহানপুর(বগুড়া)প্রতিনিধি
নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপি নেতা ইউনূস আলীর 
কবর জিয়ারত করলেন এমপি জি এম সিরাজ

শাজাহানপুরের সদ্যপ্রয়াত বিএনপিনেতা ইউনূস আলী খন্দকারের কবর জিয়ারত ও তাঁর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেছেন বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক ও বগুড়া-০৬ আসনের সাংসদ গোলাম মোহাম্মদ সিরাজ।
গতকাল মঙ্গলবার সকালে শাজাহানপুরের খোট্টাপাড়া ইউনিয়নের দুরুলিয়া গ্রামের তাঁর কবরের পার্শ্বে দাঁড়িয়ে এই দোয়া মোনাজাত করেন।  এ সময় দোয়ায় অংশগ্রহন করেন শাজাহানপুর উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল হাকিম মন্ডল, শাজাহানপুর উপজেলা বিএনপি যুগ্ম-আহবায়ক বজলুর রহমান নিলু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলী হায়দার তোতা, আহ্বায়ক কমিটির সদস্য এনামুল হক শাহীন, আবু শাহিন সানি, সাবেক আহবায়ক আবুল বাশার, সদস্য মোশারফ হোসেন, আনোয়ার হোসেন, শাহিনুর রহমান, হারেজ উদ্দিন, শফিকুল ইসলাম, আজিজার রহমান বিদ্যুত, মহসিন আলী, মাহাতাব উদ্দিন সন্টু, ইব্রাহিম হোসেন, মোখছেদ আলী, রেজা তালুকদার, নাসির হোসেন, গাবতলী কলাকোপা সিরাজুল হক মেমোরিয়াল ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বিএনপি নেতা সাজ্জাদুজ্জামান সিরাজ জয়। সাবেক চেয়ারম্যান ইদ্রীস আলী সাকিদার, মাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান, বিএনপিনেতা নুর নবী, রফিক, রাজা, কাজল, আব্দুল হাই রনি, মান্নান,  সাত্তার তালুকদার, মতি, মজিদ, সাইফুল, আব্দুল হাকিম, নুরুল আজাদ, নুরুন্নবী সোনার উপজেলা যুবদলের আহবায়ক সোহেল আরমান রাজু, যুগ্ম-আহ্বায়ক জিল্লুর রহমানসহ, বিএনপি, যুবদল, ছাত্রদ নেতা আব্দুল্লাহ, মামুন, স্বেচ্ছাসেবকদল নেতা আজাদুর রহমান, আইয়ুরসহ অঙ্গ সহযোগী সংগঠনের প্রায় ২শাতাধিক নেতা কর্মী উপস্থিত থেকে দোয়ায় অংশগ্রহন করেন। উল্লেখ্য ইউনুস আলী খন্দকার বগুড়া জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, খোট্টাপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ছিলেন। তিনি গত ৭ই মার্চ শনিবার রাত সাড়ে ১১ টার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। 

দৈনিক চাঁদনী বাজার  / সাজ্জাদ হোসাইন

 

উপরে