প্রকাশিত : ৯ মার্চ, ২০২১ ২১:৫০
ছেলের নির্যাতনের শিকার বৃদ্ধ মা-বাবা
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
![ছেলের নির্যাতনের শিকার বৃদ্ধ মা-বাবা](./assets/news_images/2021/03/09/05.jpg)
দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে যেই সন্তানকে জন্ম দিলাম। নিজে খেয়ে না খেয়ে সেই সন্তানের মূখে অন্ন তুলে দিলাম। অথচ পারিবারিক কলহের জের ধরে সেই সন্তানই আজ আমাদের মারধর ও শারীরিক নির্যাতন করছে।। জীবনের শেষ লগ্নে এসে সন্তানের এমন নির্যাতন সয়তে না পেরে কাঁদতে কাঁদতে সাংবাদিকদের এভাবেই বলেন বৃদ্ধ সামছুদ্দিন ও জহুরা দম্পতি। সন্তানের এমন নির্যাতনের ঘটনায় বিচার চেয়ে থানায় একটি লিখিত অভিযোগও করেছেন এই দম্পতি। আর এমন অভিযোগ পাওয়া গেছে, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কাঁশড়া গ্রামের এই দম্পতির ছেলে শাহারুল ইসলাম ও ছেলের মেয়ে জামাতা কাদের বিরুদ্ধে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন