দল করলে দলীয় শৃঙ্খলা মানতে হবে, অন্যথায় যত বড় নেতা-ই হউক না কেন, কেউ ছাড় পাবে না- ওবায়দুল কাদের
![দল করলে দলীয় শৃঙ্খলা মানতে হবে, অন্যথায় যত বড় নেতা-ই হউক না কেন, কেউ ছাড় পাবে না- ওবায়দুল কাদের](./assets/news_images/2021/03/11/03.jpg)
বাংলাদেশ আওয়ামীলীগ এর সভাপতি দেশরত্ন শেখ হাসিনা দলীয় শৃঙ্খলার বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থানে আছেন। দল করলে দলীয় শৃঙ্খলা মানতে হবে, শৃঙ্খলা ভঙ্গ করলে আপনি যত বড়ই নেতা হোন না কেন ছাড় দেওয়া হবে না। আ’লীগের জনপ্রতিধিরাও দুর্নীতির মামলায় সাজাভোগ করছেন। এখানে কোনো প্রকার হস্তক্ষেপ করার সুযোগ নেই। প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনকে বলে দেওয়া হয়েছে সরকার কোনো হস্তক্ষেপ করবে না।
বৃহস্পতিবার (১১ মার্চ) জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বাষিক সম্মেলনে ভার্চুয়ালে সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনগণের সঙ্গে নেতা-কর্মীদের ভালো আচরণ করার পরার্মশ দিয়ে তিনি বলেন,আমরা যদি জনগণের সঙ্গে ভালো আচরণ না করি তাহলে শেখ হাসিনার সকল উন্নয়ন ম্লান হয়ে যাবে। আপনারা জনগণকে আচরণ দিয়ে খুশি রাখবেন এটি শেখ হাসিনার বার্তা। জনগণই আমাদের শক্তি। কাজেই জনগণকে জিম্মি করে কোনো কর্মসূচি দেবেন না। দলের ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন করতে হবে। বিতর্কিত ব্যক্তিকে দলে টেনে ত্যাগী নেতাদের উপেক্ষিত করবেন না।
আক্কেলপুর উপজেলা আ’লীগের সভাপতি মোকছেদ আলী মাস্টারের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এস,এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা, জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক জাকির হোসেন সহ দলের জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।
পরে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে অধ্যক্ষ মোকছেদ আলীকে সভাপতি ও আহসান কবির এপ্লবকে সাধারণ সম্পাদক র্নিবাচিত করা হয়।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন