গহনা বিক্রিতে আপত্তি : স্ত্রীর কব্জি কাটল স্বামী
![গহনা বিক্রিতে আপত্তি : স্ত্রীর কব্জি কাটল স্বামী](./assets/news_images/2021/03/12/madhab-20210312162111.jpg)
ব্যবসার জন্য স্ত্রীর গহনা বিক্রি করে টাকা নিতে চেয়েছিলেন শামীম মিয়া। কিন্তু স্ত্রী তাতে রাজি না হওয়ায় ঘটে বিপত্তি। তর্কাতর্কির এক পর্যায়ে স্ত্রীর হাতের কব্জি কেটে দেন শামীম। পরে গুরুতর অবস্থায় স্ত্রী ফাহিমা বেগমকে (২৩) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১২ মার্চ) সকালে হবিগঞ্জের মাধবপুর উপজেলার পিয়াইম গ্রামে এ ঘটনা ঘটে।
ফাহিমার বড় ভাই আজিজুর রহমান জানান, দুই বছর আগে শামীম মিয়ার সঙ্গে ফাহিমাকে বিয়ে দেয়া হয়। এরপর থেকেই শামীম ব্যবসা করবেন বলে তাকে টাকার জন্য চাপ দিতেন। একাধিকবার তারা টাকা দিয়েছেন। এরপরও ফাহিমাকে শারীরিকভাবে নির্যাতন করতেন শামীম। এ নিয়ে সামাজিকভাবে একাধিকবার বৈঠকও হয়েছে। সম্প্রতি ফাহিমার সোনার গহনা বিক্রি করে ব্যবসার জন্য টাকা দিতে চাপ দেন শামীম। কিন্তু ফাহিমা রাজি না হওয়ায় শামীম মারপিট করেন। এক পর্যায়ে শামীম ঘরে থাকা দা দিয়ে ফাহিমার হাতের কব্জি কেটে ফেলেন। পরে স্থানীয়রা তাকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনায় এখনও পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন