প্রকাশিত : ১৩ মার্চ, ২০২১ ১০:০৪

দুপুরে গোসলে নেমে নিখোঁজ, রাতে মিলল শিশুর লাশ

অনলাইন ডেস্ক
দুপুরে গোসলে নেমে নিখোঁজ, রাতে মিলল শিশুর লাশ

গোপালগঞ্জের কাশিয়ানীতে মধুমতি নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় শিশু মোস্তাকিম (৯)। পরে শুক্রবার রাত ১০টা ২০ মিনিটের দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মধুমতি বাওড়ের ঘোনাপাড়া ফকিরবাড়ি এলাকায় ওই শিশু ডুবে যায়। তাকে উদ্ধারে খুলনার একটি ডুবুরি দল কাজ করছিল।

জানা গেছে, মধুমতি বাওড়ে জেগে ওঠা চরে গোসল করতে নামে একই এলাকার তিন শিশু। এর মধ্যে চরচাপতা গ্রামের রব মোল্ল্যার ছেলে মোস্তাকিম মোল্যা নিখোঁজ হয়। তাকে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও খুলনার ডুবুরি দলকে খবর দেয়।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে