বগুড়ায় কয়েল ফ্যাক্টরীতে অগ্নিকান্ডে নৈশ্য প্রহরীর মৃত্যু
![বগুড়ায় কয়েল ফ্যাক্টরীতে অগ্নিকান্ডে নৈশ্য প্রহরীর মৃত্যু](./assets/news_images/2021/03/13/ogni.jpg)
বগুড়া সদরের শিকারপুর এলাকার সুপার মসকুয়টো নামের কয়েল ফ্যাক্টরীতে আগুন লেগে বেলাল হোসেন নামের কারখানার নৈশ্য প্রহরীর মৃত্যু হয়েছে। শনিবার ভোরে এই অগ্নিকান্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভানোর সময় অসুস্থ্য অবস্থায় কারখানার ভেতর থেকে বেলাল হোসেন (২৫) কে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
স্থানীয়রা জানান, বগুড়া সদরের শিকারপুর নেংড়াবাজার এলাকায় শাহিনুর ইসলাম নামের এক ব্যক্তির মশার কয়েল ফ্যক্টরি খোলেন। সেই মশার কয়েল কারখানায় শনিবার ভোরে স্থানীয়রা ধোয়া দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসে। এসময় ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় ২ ঘন্টা চেস্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলে।
কয়েল ফ্যক্টরির কর্মকর্তারা জানান, নৈশ্য প্রহরী ঘুমিয়ে ছিল। ঘুমের মধ্যে সে থাকায় আগুনের ধোয় ও আগুনের কারনে বের হতে পাারেনি।
ফায়ার সার্ভিস বগুড়ার উপ-পরিচালক বজলুর রশিদ জানান, ৩টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। এঘটনায় ক্ষয়ক্ষতি নিরপুন করা হচ্ছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন