ছেলেদের নিয়ে ভাইকে খুন
![ছেলেদের নিয়ে ভাইকে খুন](./assets/news_images/2021/03/14/single-pic2-20210314132224.jpg)
কুমিল্লায় বরুড়ায় ভাতিজাদের হাতে খুন হয়েছে চাচা মো. শাহজাহান (৫৫)। শনিবার (১৩ মার্চ) দিবাগত রাতে উপজেলার আদ্রা গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।
নিহত মো. শাহজাহান ওই গ্রামের মৃত আইয়ুব আলীর পুত্র।
বিষয়টি নিশ্চিত করেছেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহজাহান মিয়া ও সহোদর সোলেমান মিয়ার মধ্যে বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে আগামী শুক্রবার এলাকায় সালিশ বৈঠক হওয়ারও কথা ছিল।
তবে শনিবার দিবাগত রাতে সোলেমান মিয়া, তার স্ত্রী মমতাজ বেগম ও ছেলে শরীফ, মাসুদ, রুবেল, জুয়েল ও সজিব শাহজাহানের ঘরের দরজায় ধাক্কা দেয়া শুরু করলে নিহতের স্ত্রী দরজা খুলে দেন। দরজা খোলার পর সবাই ঘরে ঢুকে শাহজাহানকে প্রথমে লাঠি দিয়ে ও পরে ছুরিকাঘাতে মারাত্মক আহত করে।
খবর পেয়ে এলাকাবাসী এগিয়ে আসলে হত্যাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। এসময় এলাকাবাসীর সহযোগিতায় কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে প্রতিবেশীরা ৯৯৯ এর মাধ্যমে বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে যায়।
রোববার (১৪ মার্চ) দুপুরে বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন