প্রকাশিত : ১৬ মার্চ, ২০২১ ২২:২৩

বগুড়ায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় ২১ পুলিশ সদস্য পুরস্কৃত

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় জেলা পুলিশের মাসিক
কল্যাণ সভায় ২১ পুলিশ সদস্য পুরস্কৃত

বগুড়া জেলা পুলিশের আয়োজনে মঙ্গলবার সকালে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে মাসিক কল্যাণ এবং অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ফেব্রুয়ারী মাসের কৃতকার্যের উপর ভিত্তি করে বিভিন্ন পর্যায়ের ২১জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে।বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার) এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ মাসে ‘চৌকস কার্য সম্পাদন’, ‘শ্রেষ্ঠ মাদক ও আগ্নেয়াস্ত্র উদ্ধারকারী’, ‘গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনকারী’ এবং ‘সর্বোচ্চ প্রসিকিউশন দাখিলকারী’ ক্যাটাগরিতে সেরা পুলিশ সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট, নগদ অর্থ ও সনদ তুলে দেওয়া হয়। 

সভায় চৌকস কার্য সম্পাদনের জন্যে এই মাসে শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ এবং শ্রেষ্ঠ ওসি হিসেবে সদর থানার ওসি হুমায়ুন কবীর কে পুরস্কৃত করা হয়েছে। এছাড়াও এই ক্যাটাগরিতে শেরপুর থানার এসআই সাচ্চু বিশ্বাস, সান্তাহার পুলিশ ফাঁড়ির এএসআই আহাম্মাদ রুস্তম ফারুক, সোনাতলা থানার এএসআই  আতিকুর রহমান সদর থানার এএসআই  এনামুল হক এবং জেলা বিশেষ শাখার কনস্টেবল রমজান আলী পুরস্কৃত হয়েছেন। সভায় সর্বোচ্চ প্রসিকিউশন দাখিলকারী ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন সদর ট্রাফিকের সার্জেন্ট গোপাল চন্দ্র মণ্ডল, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনকারী হিসেবে জেলা গোয়েন্দার এসআই আলী জাহান পুরস্কৃত হয়েছেন এবং শ্রেষ্ঠ আগ্নেয়াস্ত্র উদ্ধারকারী ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছেন গাবতলী মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) লাল মিয়া। 
সভায় এইমাসে ১১জনকে তুলে দেয়া হয় অর্থ পুরস্কার।  তারা হলেন- এসআই যথাক্রমে উপশহর পুলিশ ফাঁড়ির ফজলে এলাহী, সারিয়াকান্দি থানার মাহমুদুর রহমান, গাবতলী থানার আব্দুল হাই এবং ধুনট থানার প্রদীপ কুমার বর্মন। এএসআই যথাক্রমে সদর থানার সোহেল রানা, সোনাতলা থানার আতিকুর রহমান, সারিয়াকান্দি থানার কামাল হোসেন, গাবতলী মডেল থানার মোস্তাকিন, ধুনট থানার রতন কুমার বর্মন, আদমদীঘি থানার আশরাফুল ইসলাম এবং উপশহর পুলিশ ফাঁড়ি এটিএসআই বদিউজ্জামান। এছাড়া সভায় পিআরএল এ রওনা অবসরপ্রাপ্ত দুই পুলিশ সদস্যকে সংবর্ধনা দেয়া হয়। এসময় সভায় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার যথাক্রমে আলী হায়দার চৌধুরী (প্রশাসন), আব্দুর রশিদ (অপরাধ), মোতাহার হোসেন (ডিএসবি), রফিকুল আলম (ইন-সার্ভিস), জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফয়সাল মাহমুদ, শিবগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী, ইন্সপেক্টর অর্পণ কুমার দাস প্রমুখ।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে