প্রকাশিত : ১৭ মার্চ, ২০২১ ১৬:৩৮

সিলেটে সেনাবাহিনীর উদ্যোগে জাতির জনকের জন্মদিন উদযাপন

অনলাইন ডেস্ক
সিলেটে সেনাবাহিনীর উদ্যোগে জাতির জনকের জন্মদিন উদযাপন

সিলেটের দুটি সেনানিবাসে বর্ণাঢ্য আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হচ্ছে।

বুধবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৭টায় ১৭ পদাতিক ডিভিশন সদর দফতর ও এরিয়া সদর দফতর, সিলেট এবং জালালাবাদ সেনানিবাসে বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে এ কর্মসূচি শুরু করা হয়।

সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশন, এরিয়া সদর দফতর, সিলেট ও জালালাবাদ সেনানিবাসের উদ্যোগে সেনানিবাসগুলো আলোকসজ্জাসহ বঙ্গবন্ধুর ছবি দিয়ে সাজানো হয়েছে। এছাড়া সাজানো হয়েছে দুইটি সেনানিবাসের প্রতিটি প্রবেশপথ এবং গুরুত্বপূর্ণ সব স্থাপনা।

দিবসটি উপলক্ষে মসজিদে আয়োজন করা হয় মিলাদ ও বিশেষ দোয়ার। এছাড়া জাতির পিতার স্মৃতি স্মরণে আলোচনা অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ভিডিওচিত্র প্রদর্শন এবং আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়।

কর্মসূচিতে অংশগ্রহণ করেন, ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার বিজিবিএম, পিবিজিএম, এনডিসি, জালালাবাদ সেনানিবাসের কমান্ডেন্ট মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী এসজিপি, এনডিসিসহ ইউনিট সমূহের অফিসার ও অন্যান্য পদবির সেনাসদস্যবৃন্দ।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে