ধুনটে ১০১ পাউন্ড কেক কেটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত
![ধুনটে ১০১ পাউন্ড কেক কেটে
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত](./assets/news_images/2021/03/17/04.jpg)
বগুড়ার ধুনটে ১০১ পাউন্ড কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী পালন করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (১৭ মার্চ) বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, কেক কর্তন, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিশাল আকৃতির কেক কেটে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন করা হয়।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
সভায় আরো বক্তব্য রাখেন, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা, ওসি তদন্ত জাহিদুল হক, ধুনট পৌর সভার মেয়র এজিএম বাদশা, ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্তের সহধর্মিনী সুমি চৌধুরী, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম সোবাহান, রোজাউল করিম রেজা, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, দপ্তর সম্পাদক আফসার আলী, কৃষি কর্মকর্তা মশিদুল হক, সমাজসেবা কর্মকর্তা আব্দুল আল কাফি প্রমূখ।
আলোচনাসভা শেষে বঙ্গবন্ধুর আত্ম জীবনী নিয়ে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এমপি হাবিবর রহমান।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ছাড়াও আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন