গাবতলীতে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালিত
![গাবতলীতে বঙ্গবন্ধুর
জন্মশত বার্ষিকী
পালিত](./assets/news_images/2021/03/17/05.jpg)
বগুড়ার গাবতলীতে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস। গতকাল বুধবার সকাল ৮টায় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আ’লীগ ও তার সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন। এরপর উপজেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা শেষে শিশু সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। শেষে অতিথিবৃন্দ কেক কাটেন। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও রওনক জাহান, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা ও রেকসেনা আকতার, কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা আ’লীগের সভাপতি (ভারঃ) আঃ সালাম ভূলন, যুগ্ম সম্পাদক আঃ গফুর ও জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জুয়েল, থানার ওসি জিয়া লতিফুল, তদন্ত ওসি আনোয়ার হোসেন, সাবেক কমান্ডার খাজা নাজিমুদ্দিন, হুমায়ন আলম চান্দুসহ সরকারী কর্মকর্তাবৃন্দ। অপরদিকে একই কারণে গতকাল কেন্দ্রীয় জামে মসজিদে উপজেলা আ’লীগের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি (ভারঃ) আঃ সালাম ভূলন, সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক মিলু, সাংগঠনিক সম্পাদক মোমিনুল হক শিলু, জেলা পরিষদের সদস্য ফয়সাল খান জনি, আ’লীগ নেতা নজরুল ইসলাম বাদশা, মোফাজ্জল হোসেন তোফাজ্জল, ইউনুছ আলী, তারাজুল ইসলাম, নেওয়াজ জ্যাকি, উপজেলা যুবলীগের সভাপতি নজরুল ইসলাম বিটুল, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সহ-সভাপতি বাকী পাইকার, সাংগঠনিক সম্পাদক এম.এ রঞ্জু, তারাজুল ইসলাম টিটু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান পান্না, সাধারণ সম্পাদক বিপ্লব সরকার, সহ-সভাপতি সরকার ছঈম, শ্রমিকলীগ নেতা অটল, তাঁতীলীগ নেতা গামা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক রিপন প্রমুখ। এছাড়াও উপজেলার নেপালতলী ইউনিয়ন আ’লীগের উদ্যোগে চার’শ মটর সাইকেলযোগে আনন্দ র্যালী বের হয়। র্যালীতে ছিলেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নুরেজ্জামান সিদ্দিকী, আ’লীগ নেতা শহিদুল ইসলাম বাবু, আইয়ুব উদ্দিন মাষ্টার, নেপালতলী ইউনিয়ন আ’লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক আঃ করিম প্রমুখ।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন