প্রকাশিত : ১৭ মার্চ, ২০২১ ২২:১৯

গোবিন্দগঞ্জে নানা আয়োজনে জাতির জনকের জন্মশতবার্ষিকী পালিত

স্ট্যাফ রিপোটার
গোবিন্দগঞ্জে নানা আয়োজনে জাতির জনকের
জন্মশতবার্ষিকী পালিত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা জানানো হয়েছে।
আজ বুধবার সকাল ৬টায় পৌর শহরে শহীদ মিনার চত্বরে ৩১বার তোপোধ্বনীর শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা জানান গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ও উপজেলা প্রশাসন ও প্রশাসক মুক্তিযোদ্ধা কমান্ড, ও গোবিন্দগঞ্জ থানার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।শহীদ মিনার চত্তর থেকে সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে বিশাল র‌্যালি বেড় হয়।
এছাড়া গোবিন্দগঞ্জ পৌরসভার পক্ষ থেকে মেয়র মুকিতুর রহমান রাফির নেতৃত্বে বিশাল র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।র‌্যালিতে পৌর সভার কাউন্সিলর সহ সকল কর্মকর্তা ও কর্মচারি গণ অংশ গ্রহন করেন।
এ উপলক্ষে সকাল ৮ ঘটিকায় দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

 

উপরে