জাতির পিতার জন্মশতবার্ষিকী যথাযথ মর্যাদায় আরডিএ বগুড়ায় উদযাপন
![জাতির পিতার জন্মশতবার্ষিকী যথাযথ মর্যাদায় আরডিএ বগুড়ায় উদযাপন](./assets/news_images/2021/03/18/101.jpg)
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আজ মঙ্গলবার থেকে আগামী দশ দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি।মঙ্গলবার ভোরে আরডিএ প্রশাসনিক ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যো দিয়ে জাতির পিতার ১০১ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০২১ উদযাপন কর্মসূচি শুরু হয়। সকাল নয়টায় যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধজ্ঞাপন করা হয়েছে। এরপর পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ও স্থানীয় ক্যাম্পাসের শিশুরা ১০১ টি কেক কেটে আকাশে বেলুন উড়িয়ে শতাধিক পায়রা অবমুক্ত করে। এসময় আরডিএ মহিলা ক্লাবের সভানেত্রী মিসেস রুবিনা আক্তার সহ আরডিএ বগুড়ার অতিরিক্ত মহাপরিচালক জনাব সুফিয়া নাজিম উপস্থিত ছিলেন।
বাদযোহর আরডিএ অডিটোরিয়ামে জাতির পিতা সহ সকল শহীদদের অত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার শুরুতে বঙ্গবন্ধুর লেখা বই থেকে একশত অমর বাণী প্রদর্শনীর উদ্বোধন করে আরডিএ বগুড়ার মহাপরিচালক জনাব খলিল আহমদ। জন্মশতবার্ষিকী আলোচনা সভায় বক্তব্যে রাখেন আরডিএ মহিলা ক্লাবের সভানত্রী মিসেস রুবিনা আক্তার, আরডি বগুড়ার আতিরিক্ত মহাপরিচালক সুফিয়া নাজিম, আরডি বগুড়া অনুষদ পরিষদের সভাপতি মোঃ আবুল্লাহ আল মামুন, আরডিএ বগুড়া অফিসার্স এসোসিয়েশানের সভাপতি ড. মোহাম্মদ মুনসুর রহমান,আরো বক্তব্য রাখেন মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির ফোকাল পার্সন শেখ মেহ্দী মোহাম্মদ, পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শেখ শাহরিয়ার মোহাম্মদ ও আরডিএ বগুড়া কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ শফিকুল ইসলাম।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন