প্রকাশিত : ১৮ মার্চ, ২০২১ ০৯:৪৪

আধিপত্য বিস্তার নিয়ে কৃষককে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক
আধিপত্য বিস্তার নিয়ে কৃষককে কুপিয়ে হত্যা

ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আকমল সেখ (৫৬) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (১৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে জেলার বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের ভাতিজা শহিদুল সেখ জানান, গ্রামের জামাল মাতুব্বর গ্রুপ ও হাসমত মাতুব্বর গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। প্রায়ই এ দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। বেশ কিছুদিন আগে সংঘর্ষে জামাল মাতুব্বরের ভাই দেলোয়ার মাতুব্বর নিহত হন। যা নিয়ে বর্তমানে মামলা চলমান।

বুধবার (১৭ মার্চ) বঙ্গবন্ধুর জন্মদিন পালন শেষে রাতে হাসমত মাতুব্বরের লোকজন খিচুড়ি ভোজের আয়োজন করে। আকমল সেখ অনুষ্ঠান থেকে বাড়ির দিকে যাওয়ার পথে অন্ধকারে কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে তার গলায় মারাত্মকভাবে কুপিয়ে ফেলে রেখে যায়। পথচারীরা তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার আগেই তার মৃত্যু ঘটে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মাহাবুবুল রহমান জানান, রোগীর গলায় মারাত্মক জখমের চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু জানান, এমন ন্যাক্কারজনক ঘটনা সত্যিই দুঃখজনক। খুন যারাই করুন না কেন তদন্তপূর্বক অপরাধীদের কঠিন শাস্তি কামনা করি।

বোয়ালমারী থানার ওসি নুরুল আলম বলেন, পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। থানায় এখনও এজাহার দাখিল হয়নি। এজাহার দাখিলের পর মামলা গ্রহণ করা হবে।

দৈনিক চাঁদনী বাজার  সাজ্জাদ হোসাইন

উপরে