প্রকাশিত : ১৯ মার্চ, ২০২১ ২২:০০

জয়পুরহাটে পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা

অনলাইন ডেস্ক
জয়পুরহাটে  পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা

জয়পুরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবিরের বদলিজনিত বিদায় উপলক্ষ্যে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (১৯ মার্চ) জয়পুরহাট জেলা পরিষদের  উদ্যোগে পরিষদ মিলনায়তনে  এ উপলক্ষ্যে এক আলোচনা সভা ও সংবর্ধনার আয়োজন করা হয়। 

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাবেক জেলা বারের সভাপতি নৃপেন্দ্রনাথ মন্ডল,লাইব্রেরী এন্ড ক্লাবের সাধারন সম্পাদক রাজা চৌধুরি, জেলা মহিলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক শাম্মীম আজিজ সাজ, জেলা পরিষদের সদস্য প্রভাষক সুমন কুমার সাহা প্রমুখ।  
বক্তারা পুলিশ সুপারের জয়পুরহাটে কর্মকালীন বিভিন্ন কর্মকান্ড তুলে ধরে তার ভূয়সী প্রশংসা করেন। এসময় পুলিশ সুপার বিদায় নিতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। বক্তারা পুলিশ সুপারের সুন্দর আগামী ও তার পরিবারের সদস্যদের দীর্ঘায়ু কামনা করেন।

দৈনিক চাঁদনী বাজার  সাজ্জাদ হোসাইন

উপরে