গোবিন্দগঞ্জ রির্পোর্টার্স ফোরামের নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত
![গোবিন্দগঞ্জ রির্পোর্টার্স ফোরামের নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত](./assets/news_images/2021/03/19/02.jpg)
গাইবান্ধা জেলার বৃহত্তর সামাজিক সংগঠন গোবিন্দগঞ্জ রির্পোর্টার্স ফোরামের নিয়মিত মাসিক সভা গত ১৯ মার্চ শুক্রবার বিকাল ৩টায় নিজস্ব কার্যালয়ে ফোরাম সভাপতি বিশিষ্ট সাংবাদিক কমরেড রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি শাহ আলম সরকার সাজু, নুর আলম আকন্দ, সাধারণ সম্পাদক বি,কম শিখা দত্ত, সিনিয়র সাংবাদিক তাজুল ইসলাম প্রধান, রফিকুল ইসলাম মন্ডল, তারাজুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক বাবু কালামানিক দেব, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুস সোবহান মন্ডল, কোষাধাধ্য সম্পাদক বাবু শ্যামলেন্দু মোহন রায় জীবু, দপ্তর সম্পাদক মুরশিদা আক্তার সুইটি, সাহিত্য সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান, কার্যকরি সদস্য সাইদুল ইসলাম ও মনিরুজ্জামান মিন্টু প্রমুখ।
আলোচনা সভায় সাংগঠনিক কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসহ আগামী ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযথভাবে উদযাপন করার জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।
দৈনিক চাঁদনী বাজার সাজ্জাদ হোসাইন