প্রকাশিত : ২১ মার্চ, ২০২১ ২২:৫৪

জয়পুরহাটে করোনার সংক্রমণ বাড়ায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মাঠে নেমেছে পুলিশ

সুমন কুমার সাহা জয়পুরহাট:
জয়পুরহাটে করোনার সংক্রমণ বাড়ায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মাঠে নেমেছে পুলিশ

দেশব্যাপী সংক্রমণ ও মৃত্যু বাড়ায় করোনা ভাইরাসের বিস্তার রোধে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পুণরায় মাঠে নামছে জয়পুররহাটের ট্রাফিক পুলিশ। শহরের বিভিন্ন রাস্তার মোড়ে করোনা ভাইরাস সম্পর্কে সাধারণ মানুষদের মধ্যে সচেতনতা বাড়াতে কাজ করে যাচ্ছেন তারা। 

রোববার দুপুরে শহরের জিরো পয়েন্ট ও বাটার মোড় এলাকায় বাস, অটোরিকশায় সাধারণ মানুষের মধ্যে যারা মাস্ক ব্যবহার করছেন না তাদের বুঝিয়ে সচেতন করছেন ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) সহ অন্যান্য সদস্যরা।    
শহরের জিরো পয়েন্ট এলাকায় কর্মরত পুলিশ পরিদর্শক (টিআই) হাসান মিয়া ও নাজমুল হোসেন বলেন, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জয়পুরহাটের ট্রাফিক পুলিশ করোনা ভাইরাস প্রতিরোধে নিরলসভাবে কাজ করছে। সাধারণ মানুষকে বার বার সাবান দিয়ে হাত ধোয়ার এবং মাস্ক ব্যবহারের কথা বলা হচ্ছে। 
জয়পুরহাট এর সিভিল সার্জন ডাঃ ওয়াজেদ আলী জানান, গত এক সপ্তাহে নতুন করে জেলায় ৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার  সাজ্জাদ হোসাইন

উপরে