বগুড়ায় করোনায় বৃদ্ধের মৃত্যু নতুন আক্রান্ত ১৪ জন
![বগুড়ায় করোনায় বৃদ্ধের মৃত্যু
নতুন আক্রান্ত ১৪ জন](./assets/news_images/2021/03/21/bogura.jpg)
বগুড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু এবং নতুন করে ১৪ জন আক্রান্ত হয়েছে।
বগুড়া সিভিল সার্জন এর কার্যালয় সুত্রে জানা যায়, জেলায় নতুন করে রবিবার ১৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে বগুড়া সদরেই ১৩ জন এবং অপরজন গাবতলী উপজেলার বসিন্দা। এর আগে ১৭ মার্চ ২৪ জন ও ১৮ মার্চ ১৯ জনের দেহে করোনা ভাইরাসে শনাক্ত হন। মারা গেছেন নওগাঁ জেলার বাসিন্দা ইউনুস আলী (৬০)। শনিবার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে মারা যান।
গত ২৪ ঘন্টায় ২০ মার্চ মোট ১৯৫ টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ১৮৮টি নমুনা পরীক্ষায় ১৩ জনের এবং জেলার টিএমএসএস হাসপাতালে ৭টি নমুনা পরীক্ষায় ১ জন পজিটিভ হয়। জেলায় করোনা ভাইরাসে মোট আক্রান্ত হলো ১০ হাজার ১৭২ জন এবং সুস্থ হয়েছে ৯ হাজার ৭৮৬জন। জেলায় এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২৫৪ জনের। আর বর্তমানে সরকারি হিসেবে জেলায় মোট চিকিৎসাধীন রয়েছে ১৩২জন। ।
দৈনিক চাঁদনী বাজার সাজ্জাদ হোসাইন