প্রকাশিত : ২২ মার্চ, ২০২১ ২১:৩৩
জয়পুরহাটে মিনি ম্যারাথন অনুষ্ঠিত
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ভোরে উপজেলা প্রশাসনের আয়োজনে ও পাঁচবিবি পৌরসভার সার্বিক সহযোগীতায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যারাথনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.বরমান হোসেন।
এসময় বক্তব্য রাখেন, প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মুনিরুল শহীদ মুন্না, বিশেষ অতিথি পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এম এম আশিক রেজা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব ও পৌর আ.লীগের সাধারণ সম্পাদক ওবায়েদুর রহমান। এই ম্যারাথনে শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবক সহ সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহন করেন।
দৈনিক চাঁদনী বাজার সাজ্জাদ হোসাইন