প্রকাশিত : ২২ মার্চ, ২০২১ ২১:৪৬
বগুড়ায় করোনায় নতুন আক্রান্ত ৭
ষ্টাফ রিপোর্টার
![বগুড়ায় করোনায়
নতুন আক্রান্ত ৭](./assets/news_images/2021/03/22/bogura.jpg)
বগুড়ায় প্রতিদিন নতুন নতুন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে। জেলায় নতুন করে সোমবার আরো ৭ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলো ১০ হাজার ১৭৯ জন।
বগুড়া সিভিল সার্জন এর কার্যালয় সুত্রে জানা যায়, আক্রান্তদের মধ্যে বগুড়া সদর উপজেলারই ৭ জন। এর আগে ১৭ মার্চ ২৪ জন ও ১৮ মার্চ ১৯ জনের দেহে করোনা ভাইরাসে শনাক্ত হন। গত ২৪ ঘন্টায় ২১ মার্চ মোট ১১৬ টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ১০০টি নমুনা পরীক্ষায় ৭ জনের এবং জেলার টিএমএসএস হাসপাতালে ১৬টি নমুনা পরীক্ষায় সকলেই নেগেটিভ হন। জেলায় করোনা ভাইরাসে মোট আক্রান্ত হলো ১০ হাজার ১৭৯ জন এবং সুস্থ হয়েছে ৯ হাজার ৭৮৮জন। জেলায় এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২৫৪ জনের। আর বর্তমানে সরকারি হিসেবে জেলায় মোট চিকিৎসাধীন রয়েছে ১৩৭জন।
দৈনিক চাঁদনী বাজার সাজ্জাদ হোসাইন