স্বাধীনতা দিবসে বগুড়ায় জেলা দুপ্রকের দুর্নীতিবিরোধী চিত্রাংকন প্রতিযোগিতা
![স্বাধীনতা দিবসে বগুড়ায় জেলা দুপ্রকের
দুর্নীতিবিরোধী চিত্রাংকন প্রতিযোগিতা](./assets/news_images/2021/03/22/bogura1.jpg)
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী-২০২১ উদযাপন উপলক্ষে বগুড়ায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় বগুড়ার সহযোগিতায় করোনাকালীন সময়ে ঘরে থেকেই ভিন্নধর্মী এক দুর্নীতিবিরোধী চিত্রাংকন প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে।
সোমবার জেলা দুপ্রকের সভাপতি সাবেক সচিব আব্দুর রহিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় যে, ১ম-৪র্থ শ্রেণী ক-বিভাগ, বিষয়- উন্মুক্ত, ৫ম-৭ম শ্রেণী খ-বিভাগ, বিষয়- ‘দুর্নীতি বিরোধী শপথ’, ৮ম-১০ম শ্রেণী গ-বিভাগ, বিষয়- ‘দুর্নীতি মুক্ত থাকব, সোনার বাংলাদেশ গড়ব’ এই ৩টি বিভাগে শিক্ষার্থীদের নিজের আঁকা বিষয়ভিত্তিক ছবি আগামী ৩০শে মার্চের মধ্যে কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ, নাটাইপাড়া, বগুড়ার প্রধান শিক্ষকের কার্যালয়ে চিত্রাঙ্কনের অপর পৃষ্ঠায় শিক্ষার্থীর নাম, পিতা ও মাতার নাম, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, শ্রেণী ও মোবাইল নম্বরসহ সরাসরি জমা প্রদানের জন্যে আহ্বান জানানো হয়েছে। পরবর্তীতে সুষ্ঠু বিচারকার্যের মাধ্যমে ৩টি বিভাগে মোট ৯জনকে সনদপত্র ও পুরস্কার প্রদান করা হবে মর্মে দুর্নীতিবিরোধী এই সচেতনতামূলক চিত্রাংকন প্রতিযোগিতায় স্বতস্ফূর্তভাবে সকলকে অংশগ্রহণের আহ্বান জানান জেলা দুপ্রকের সাধারণ সম্পাদক অমরেশ মূখার্জ্জী। খবর বিজ্ঞপ্তির
দৈনিক চাঁদনী বাজার সাজ্জাদ হোসাইন