প্রকাশিত : ২৩ মার্চ, ২০২১ ২২:১৩

সিংড়ায় মাদক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার
সিংড়ায় মাদক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

 বগুড়ার একটি মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী মো. ফরিদুল ইসলাম ফরিদ নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে সিংড়া থানা পুলিশ। তিনি সিংড়ার সুকাশ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য। সোমবার বিকেলে সিংড়া থানা পুলিশ তাকে আটক করে।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, ফরিদুল ইসলামের নামে ২০১৪ সালে বগুড়া দুপচাঁচিয়া থানায় জিআর নং ১১১ মামলায় গ্রেফতারী ওয়ারেন্ট ছিল। 
সে অনেকদিন ধরে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রায় ডজন খানেক মামলা রয়েছে বলে জানান ওসি।

দৈনিক চাঁদনী বাজার  সাজ্জাদ হোসাইন

উপরে