প্রকাশিত : ২৪ মার্চ, ২০২১ ২১:৫৬

জয়পুরহাটে স্বাধীনতা দিবসের ৫০ বছর পূর্তি উদযাপন

শাহাদাৎ হোসেন জয়পুরহাট:
জয়পুরহাটে স্বাধীনতা দিবসের ৫০ বছর পূর্তি উদযাপন

মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশত বার্ষিকী ও মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তীর শুভলগ্নে জয়পুরহাটে আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জয়পুরহাট মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট ও জাতীয় রবীন্দ্রসঙ্গীত পরিষদ জেলা শাখার যৌথ উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ আয়োজন করা হয়।

এসময় জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমজাদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ শরিফুল ইসলাম, পুলিশ সুপার মাসুম আহম্মাদ ভুঁইয়া, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট, উপজেলা চেয়ারম্যান এস এম সোলায়মার আলী, জাতীয় রবীন্দ্রসঙ্গীত পরিষদ জেলা শাখার সভাপতি কবি আমিনুল হক বাবুল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আফসার আলী মন্ডল, আওয়ামীলীগ নেতা এ্যাড. মোমিন আহমেদ চৌধুরী জিপি, গোলাম হাক্কানী, নন্দলাল পার্শী প্রমূখ।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে