প্রকাশিত : ২৪ মার্চ, ২০২১ ২১:৫৯

জয়পুরহাটে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি

শাহাদাৎ হোসেন জয়পুরহাট:
জয়পুরহাটে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি

জয়পুরহাটে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে শতভাগ মাস্ক পরিধান নিশ্চিতকরণ ও সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মানতে সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার দুপুরে শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড় এলাকায় জেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, সদর উপজেলার চেয়ারম্যান এস. এম সোলায়মান আলী, উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র রায়, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, জেলা আইনজীবি সমিতির সভাপতি নৃপেন্দ্রনাথ মন্ডল পিপিসহ রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে