আওয়ামী লীগ নেতার লাশ নিয়ে বিক্ষোভ মিছিল
![আওয়ামী লীগ নেতার লাশ নিয়ে বিক্ষোভ মিছিল](./assets/news_images/2021/03/25/chuadangga1-20210325144114.jpg)
চুয়াডাঙ্গায় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলমের লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে এ মিছিল করেন জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ ঘটনায় নিহতের বাবা রনজিত মল্লিক বাদী হয়ে সদর থানায় ১১ জনের নামে মামলা করেছেন। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্বর থেকে শুরু হয়ে মিছিল জেলা আওয়ামী লীগের কার্যালয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার বলেন, এজাহার নামীয় আসামিদের শনিবারের মধ্যে গ্রেফতার করতে হবে। নাহলে রোববার অর্ধদিবস হরতাল পালন করা হবে।
উল্লেখ্য, বালি তোলা নিয়ে বিরোধের জেরে বুধবার (২৪ মার্চ) দুপুরে চুয়াডাঙ্গা ছয়ঘরিয়া গ্রামে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলমকে পেটানো হয়। একইদিন বিকালে সদর হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সদর থানায় ১১ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহতের বাবা। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন