বগুড়ায় পূজা উদযাপন পরিষদ পৌর কমিটির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন
বগুড়ায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পৌর কমিটির উদ্যোগে পালন করা হয়েছে ২৬শে মার্চ মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। শুক্রবার সকালে শহরের শহীদ খোকন পার্কে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং পরবর্তীতে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করেন পৌর পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি দিলীপ কুমার দেব এবং সাধারণ সম্পাদক সাগর কুমার রায়ের দিক-নির্দেশনায় শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন সংগঠনের পৌর শাখার সভাপতি পরিমল প্রসাদ রাজ, সহ-সভাপতি অতুল কুমার সাহা, সাধারণ সম্পাদক ডেন্টিস্ট সুজিত কুমার তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সঞ্জু রায়, সাংগঠনিক সম্পাদক শেখর রায়, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে সুদেব কুমার দাস ও পাপ্পু কুন্ডু, সাধারণ সদস্য শান্ত দাস, অরণ্য তপু, নিবির দাস দীপ্ত, পল্টন কুমার দাস প্রমুখ।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন
শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে দিবসটি উপলক্ষ্যে আয়োজিত সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু সর্বদা অসাম্প্রদায়িক সোনার বাংলার স্বপ্ন দেখেছেন যা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে। একটি গোষ্ঠী এই সোনার বাংলায় সম্প্রীতির বন্ধন নষ্ট করতে সদা উদগ্রীব হয়ে থাকে তাই স্বাধীনতার এই সুবর্ণজয়ন্তীতে সকল অপশক্তি কে রুখে দিয়ে ধর্ম, বর্ণ, নির্বিশেষে শান্তিপূর্ণভাবে এই দেশে একত্রে বসবাস করার লক্ষ্যে সকলের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দরা। সভা শেষে দেশের জন্যে জীবন দেওয়া সকল বীর সন্তানদের আত্মার শান্তি কামনা করে প্রার্থণা করা হয়।