সালিশে তিনজন হত্যা মামলায় গ্রেফতার ৬
মুন্সিগঞ্জ সদর উপজেলায় সালিশে ছুরিকাঘাতে তিনজনকে হত্যার ঘটনায় ২৭ জনকে আসামি করে মামলা করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার (২৬ মার্চ) দুপুর পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতাররা হলেন- মো. জামাল হোসেন (৫০), তার স্ত্রী নাসরিন বেগম (৪০), মো. জাহাঙ্গীর হোসেন (৫৫), মো. রনি (২২), মো. ইমরান হোসেন (২০), রাহুল প্রধান (২০)।
মুন্সিগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব খান জানান, নিহত মিন্টু প্রধানের স্ত্রী খালেদা আক্তার বাদী হয়ে শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে মামলাটি করেন। মামলায় ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছে।
তিনি আরও জানান, এরইমধ্যে এজাহারনামীয় ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
২৪ মার্চ বিকেলে উত্তর ইসলামপুর এলাকায় দুটি কিশোর গ্যাংয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। সেখানে হাতাহাতির ঘটনাও ঘটে। সমস্যার সমাধান করতে সেদিন রাত সাড়ে ১০টার দিকে দু’পক্ষকে নিয়ে সালিশে বসা হয়। সেখানে সৌরভ, অভি, সিহাব পক্ষের ছুরিকাঘাতে প্রাণ যায় অপর পক্ষের মো. ইমন হোসেন, মো. সাকিব হোসেন ও মিন্টু প্রধানের। এ দু’পক্ষের সবার বাড়ি উত্তর ইসলামপুর এলাকায়।