গাবতলীতে অগ্নিকান্ডে ৪বছরের এক শিশুপুত্র মারা গেছে
![গাবতলীতে অগ্নিকান্ডে ৪বছরের
এক শিশুপুত্র মারা গেছে](./assets/news_images/2021/03/27/06.jpg)
বগুড়া গাবতলীর সোনারায় ইউনিয়নের সাবেকপাড়ায় আগুনে পুড়ে ৩টি পরিবারের সর্বস্বকিছু হারিয়েছে। এতে আগুনে পুড়ে প্রাণ হারিয়েছে চারবছরের এক শিশু।
জানা গেছে, শনিবার দুপুর আনুমানিক ১২টায় গাবতলীর সাবেকপাড়া গ্রামের রফিকুল ইসলামে বাড়িতে বিদ্যুতে সটসার্কিট থেকে আগুন লেগে রফিকুল ও তার দুই ছেলে হালিম ও করিমের ঘর ও আসবাবপত্র ও সহায় সম্পদ পুড়ে ছাই হয়ে যায়। আগুনে দগ্ধ হয়ে হালিমের ৪ বছরের শিশুপুত্র রাফি মারা গেছে। স্থানীয়রা জানায়, দিনমজুরী করে খেটে খাওয়া হালিম প্রতিদিনের ন্যায় আজও অন্যের কামলা করতে যায় এবং তার স্ত্রী ৪ বছরের শিশু পুত্রকে ঘড়ে ঘুমিয়ে রেখে অন্যের বাড়িতে ঝি এর কাজ করতে যায়। গ্রামবাসী আগুনে লেলিহান শিখা টের পেয়ে হৈ-চৈ করে আগুন নেভানো চেষ্টা করে ততক্ষণে ঘুমন্ত শিশু বাচ্চাটিসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এলাকাবাসী ৯৯৯ নম্বরে ফোন করে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে গাবতলী ফায়ার সার্ভিজ দ্রুত আগুন লাগাস্থলে আসে এর মধ্যে গ্রামবাসীর চেষ্টায় আগুন নিভে যায়। ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওনক জাহান দ্রুত আগুনে পোড়া বাড়িতে ছুটে এসে আগুন লাগার ব্যাপারে খোঁজ খবর নেন ও মৃত্যু শিশু বাচ্চাটির সৎকারের জন্য নগত ১০হাজার টাকা বাচ্চার বাবার হাতে তুলে দেন। এ ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধিসহ হাজার হাজার উৎসুক জনতা মৃত্যু বাচ্চাটিকে এক নজর দেখার জন্য ভীর করছেন। শিশু বাচ্চাটির অকাল মৃত্যুতে মা-বাবার কান্নার আহাজারীতে এলাকায় আকাশ বাতাস যেন ভারী হয়ে যাচ্ছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন