জয়পুরহাটে মোটরসাইকেল খাদে পড়ে নিহত ১, আহত ২
জয়পুরহাটের পাঁচবিবি কোকতারা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উজ্জল হোসেন (৩০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো দুই জন । আহতদের বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার রাতে জয়পুরহাট-হিলি সড়কে এ ঘটনা ঘটে।
নিহত উজ্জল হোসেন জয়পুরহাট সদর উপজেলা সগুনা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।
আহতরা হলেন- জয়পুরহাট পৌর এলাকার ইসলামপুর মহল্লার হাচিম উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৩৩)। আর্দশ পাড়া মহল্লার আতাউর রহমানের ছেলে আবু রাহাত (৩০)
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, রাতে হিলি থেকে জয়পুরহাট এর পথে রওয়ানা দেন উজ্জ্বল। জয়পুরহাট- হিলি সড়কের কোকতাঁরা প্রাথমিক বিদ্যালয়ের সামনে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় মোটরসাইকেলসহ তিন আরোহী। এতে ঘটনাস্থলেই নিহত হন উজ্জল হোসেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করান। পরে তাদের অবস্থা অবনতি হওয়ায় বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন