স্বাধীনতা দিবসে জয়পুরহাটে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
![স্বাধীনতা দিবসে জয়পুরহাটে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা](./assets/news_images/2021/03/27/08.jpg)
স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে ও জয়পুরহাট পৌরসভার সহযোগিতায় শুক্রবার দুপুরে জয়পুরহাটের পৌর কমিউনিটি সেন্টারে এ আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক শরীফুল ইসলাম, পুলিশ সুপার মাসুম আহাম্মেদ ভুঞা, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সোলায়মান আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায়, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি নৃপেন্দ্রনাথ মন্ডল, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন প্রমুখ।
এর আগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দিবসের প্রথম প্রহরে স্থানীয় শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা আওয়ামীলীগ, উপজেলা প্রশাসন, জেলা যুবলীগ, জেলা ছাত্রলীগ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ প্রমূখ।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন