প্রকাশিত : ২৭ মার্চ, ২০২১ ২২:৫১

বগুড়ায় ছাত্র অধিকারের তিন নেতাকে মুচলেকায় ছাড়

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় ছাত্র অধিকারের
তিন নেতাকে মুচলেকায় ছাড়

বগুড়া শহরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা সন্দেহে ছাত্র অধিকার পরিষদের তিন নেতাকে আটক করে মুচলেকা লিখে নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ। এ ঘটনা ঘটে।

শনিবার দুপুর ২ টার সময় বগুড়া শহরের পৌর এডওয়ার্ড পার্ক থেকে আটককৃতরা হলেন, বগুড়া জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান পলাশ (২৫), সহ সভাপতি শিমুল খন্দকার (২৩) ও কর্মী আমির হামজা (১৮)। জেলা ছাত্রলীগ দাবি করেছে, ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা শহরে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য একত্র হয়েছিল। 
স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে বগুড়া পৌর পার্কে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা একত্র হয়েছিলেন। এ সময় জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়। জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের উপস্থিতি টের পেয়ে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা দৌঁড় দিয়ে পালানোর চেষ্টা করে। এসময় ছাত্রলীগের নেতাকর্মীদের সন্দেহ হলে ধাওয়া করে তিন জনকে আটক করে। পরে পুলিশে খবর দিলে তারা ওই তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়। তবে জেলা ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা দাবী করেছে তাদের যে কর্মসূচি চিল তা বাতিল করা হয়। পৌর পার্কে তারা বসে ছিল। আর জেলা ছাত্রলীগ নেতারা দাবী করেছেন, তারা সেখানে বিশৃঙ্খলা তৈরীর চেষ্টা করছিল। 
বগুড়া সদর থানার ওসি হুমায়ুন কবীর জানান,  ছাত্র অধিকার পরিষদের তিনজনকে আটক করার পরে মুচলেকা লিখে নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে