প্রকাশিত : ২৭ মার্চ, ২০২১ ২২:৫৯

উন্নয়নশীল দেশে উত্তরণ হওয়ায় বগুড়ায় আনন্দ র‌্যালী

ষ্টাফ রিপোর্টার
উন্নয়নশীল দেশে উত্তরণ হওয়ায় 
বগুড়ায় আনন্দ র‌্যালী

বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ হওয়ায় একটি আনন্দ র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে। শনিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে বগুড়া শহরের আলতাফুন্নেছা মাঠ থেকে র‌্যালীটি বের হয়ে জজকোর্ট মোড় হয়ে ইয়াকুবিয়া স্কুল মোড় দিয়ে আবারো আলতাফুন্নেছা খেলার মাঠে এসে শেষ হয়।

র‌্যালীতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জিয়াউল হক, জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়নসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে