প্রকাশিত : ২৯ মার্চ, ২০২১ ১০:৩০

''রূপকল্প ২০৪১ উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ'' শীর্ষক সেমিনার আরডিএ বগুড়ায় অনুষ্ঠিত

নাজমুস সাকিব আপেলঃ
''রূপকল্প ২০৪১ উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ'' শীর্ষক সেমিনার আরডিএ বগুড়ায় অনুষ্ঠিত

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল বাংলাদেশে উত্তরণ উপলক্ষ্যে পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়াতে “রূপকল্প ২০৪১: উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ” শীর্ষক সেমিনারের আয়োজন সম্পন্ন হয়েছে। গত রবিবার সকাল ১০ টায় শেরপুর উপজেলায় আরডিএ অডিটোরিয়ামে প্রতিষ্ঠানের  মহাপরিচালক খলিল আহমদের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আরডিএ বগুড়ার যুগ্ম-পরিচালক (গবেষণা ও মূল্যায়ন) সারাওয়াত রশীদ, মুখ্য আলোচক হিসাবে আলোচনা করেন আরডিএ বগুড়ার ভারপ্রাপ্ত পরিচালক (গবেষণা ও মূল্যায়ন) ড. শেখ মেহ্দী মোহাম্মদ।   সেমিনারে আরডিএ বগুড়ার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং আরডিএতে প্রশিক্ষণরত বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।সেমিনারের শুরুতে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের অংশগ্রহণে উন্নয়ন বিষয়ক কুইজ ও উপস্থিত বক্তৃতার আয়োজন করা হয়। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে