প্রকাশিত : ২৯ মার্চ, ২০২১ ১০:৫১

ভুল অস্ত্রোপচারে রোগীর মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ভাঙচুর

অনলাইন ডেস্ক
ভুল অস্ত্রোপচারে রোগীর মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ভাঙচুর

নোয়াখালীতে ভুল অস্ত্রোপচারে রোগীর মৃত্যুর অভিযোগে প্রাইম হাসপাতাল নামে একটি বেসরকারি হাসপাতালে ভাঙচুর করেছেন মৃতের স্বজনরা।
রোববার (২৮ মার্চ) সকালে রোগী মারা যাওয়ার পর ওই হাসপাতালে ভাঙচুরের ঘটনা ঘটে।

মৃত দিদারুল ইসলাম মিঠন কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের উত্তমপুর লামছি গ্রামের হাজী মফিজ মিয়ার ছেলে। রোববার বিকেলে ৫টায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

রোগীর স্বজনরা জানান, শনিবার (২৭ মার্চ) রাত সাড়ে ৯টায় প্রাইম হাসপাতালের চিকিৎসক মো. ফরিদুল ইসলাম ওই রোগীর মেরুদণ্ডে (পিএলআইডি) অস্ত্রোপচার করেন। পরে রোববার সকাল ৭টার দিকে ওই রোগী মারা যান।

এ বিষয়ে জানতে চাইলে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শায়লা পারভীন ও বেসরকারি হাসপাতাল মালিক সমিতির সভাপতি ডা. ফরাজী বলেন, আমরা পরিস্থিতি জেনে বিষয়টি সমাধান করার চেষ্টা করছি।
তবে প্রাইম হাসপাতাল কর্তৃপক্ষের কেউ কোনো কথা বলতে রাজি হননি।

নোয়াখালীর সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহেদ উদ্দিন বলেন, ‘এ ব্যাপারে এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে