বগুড়ায় করোনায় ২ জনের মৃত্যু: আক্রান্ত ৩৫ জন
![বগুড়ায় করোনায় ২ জনের
মৃত্যু: আক্রান্ত ৩৫ জন](./assets/news_images/2021/04/01/193457coronavirus_kalerkantho_21.jpg)
বগুড়ায় নতুন করে করোনায় আক্রান্ত হয়ে আরো দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যু হলো ২৬৩ জনের। বৃহস্পতিবার নতুন করে আক্রান্ত হয়েছে ৩৫ জন। আর নতুন করে সুস্থ হয়েছে ৬ জন।
বগুড়া সিভিল সার্জন এর কার্যালয় সুত্রে জানা যায়, মারা যাওয়া ব্যক্তিরা হলেন বগুড়ার সারিয়াকান্দি উপজেলার আব্দুল কাদের (৭১) এবং সিরাজগঞ্জের লোকমান হোসেন (৫০)। দুইজনই বুধবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
গত ২৪ ঘন্টায় (৩১ মার্চ) নতুন করে আক্রান্তদের মধ্যে বগুড়া সদর উপজেলার ৩৪ জন এবং অপরজন জেলার আদমদীঘির বাসিন্দা। মোট ২০৮ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ১৯২টি নমুনা পরীক্ষায় ৩২ জনের পজিটিভ এবং জেলার টিএমএসএস হাসপাতালে ১৬টি নমুনা পরীক্ষায় ৩জন পজিটিভ হন। জেলায় বৃহস্পতিবার পর্যন্ত করোনায় আক্রান্ত হলেন ১০ হাজার ৪১৭ জন এবং সুস্থতার সংখ্যা ৯ হাজার ৮৩২ জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে একজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু হলো ২৬৩ জনের। সরকারি হিসেবে বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৩২২জন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন