প্রকাশিত : ১ এপ্রিল, ২০২১ ২৩:১৯

দুপচাঁচিয়ার অবসরপ্রাপ্ত শিক্ষিকা কণিকা কুন্ডুর পরলোকগমন

খবর বিজ্ঞপ্তি
দুপচাঁচিয়ার অবসরপ্রাপ্ত শিক্ষিকা
কণিকা কুন্ডুর পরলোকগমন

দুপচাঁচিয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা কণিকা রাণী কুন্ডু বুধবার দিবাগত রাত সাড়ে তিনটায় তাঁর নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে পরলোকগমন করেছেন (দিব্যান্ লোকান্ স্বঃ গচ্ছতু)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।তিনি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির দুপচাঁচিয়া উপজেলার সাবেক সাধারণ সম্পাদক ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়ন্ত কুমার কুন্ডুর সহধর্মিণী। তাঁর কনিষ্ঠ সন্তান সুকান্ত কুন্ডু ইংরেজি জাতীয় দৈনিক দ্য ডেইলি স্টারে কর্মরত আছেন। মৃত্যুকালে তিনি স্বামী, দুই পুত্র-পুত্রবধূ, নাতি-নাতনি, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার দুপুরে দুপচাঁচিয়া বোড়াই মহাশশ্মানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।  
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন দ্য ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম ও নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক, দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুর রহমান ও সাধারণ সম্পাদক ইমদাদুল হক, সাবেক সভাপতি মিজানুর রহমান খান সেলিম, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির বগুড়া জেলা শাখার সভাপতি জুলফিকার আলী, দুপচাঁচিয়া উপজেলা শাখার সভাপতি বেলাল হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপজেলা সভাপতি অধ্যক্ষ আবুল বাশার, দুপচাঁচিয়া পৌরসভার সাবেক মেয়র মোঃ বেলাল হোসেন, দুপচাঁচিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান কল্যাণ প্রসাদ পোদ্দার, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আলাউদ্দীন ফকির, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সুদেব কুন্ডু, বগুড়া পৌর পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সঞ্জু রায়, দুপচাঁচিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস, যুগ্ম সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাস প্রমুখ। 

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে