প্রকাশিত : ৬ এপ্রিল, ২০২১ ২২:১০
করোনা মোকাবেলায় উপজেলা প্রশাসনের অভিযান, হাজার টাকা জরিমানা আদায়
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
![করোনা মোকাবেলায় উপজেলা প্রশাসনের
অভিযান, হাজার টাকা জরিমানা আদায়](./assets/news_images/2021/04/06/03.jpg)
গতকাল মঙ্গলবার বগুড়ার শিবগঞ্জে কোভিড-১৯’র ২য় ঢেউ মোকাবেলায় শিবগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আলমগীর কবীর এক অভিযানে উপজেলার নাগর বন্দর এলাকায় মুরগি পরিবহণ গাড়ীতে অতিরিক্ত যাত্রী ওঠানো ও যাত্রীরা মুখে মাস্ক ব্যবহার না করায় গাড়ী চালক বগুড়া নিশিন্দারা এলাকার ফজলুল হক এর ছেলে সজিব মিয়ার কাছ থেকে ৫ শত টাকা জরিমানা করা হয়। একই দিনে উপজেলার থানা মোড় এলাকার সুভল এন্ড সন্স এ স্বাস্থ্য বিধি না মেনে ব্যবসা পরিচালনা করার দায়ে ওই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী শুভ’র কাছ থেকে ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়।