বগুড়ায় করোনায় আক্রান্ত ৫০ জন
![বগুড়ায় করোনায়
আক্রান্ত ৫০ জন](./assets/news_images/2021/04/08/193457coronavirus_kalerkantho_2.jpg)
বগুড়ায় নতুন করে আরো ৫০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হলো ১০ হাজার ৬৩৭ জন। করোনা ভাইরাসে আক্রান্ত সংখ্যা বেড়ে গেলেও জেলায় লক ডাউন চলছে ঢিলাঢালা। দিনের বেলায় সাধারণ মানুষের ভিড় দেখা যাচ্ছে শহরে।
বুধবার বগুড়া সিভিল সার্জন এর কার্যালয় সুত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় (৭ এপ্রিল) নতুন করে আক্রান্ত ৫০জনের মধ্যে বগুড়া সদর উপজেলার ৪০ জন। এছাড়া কাহালু উপজেলায় ৩জন, আদমদিঘিতে ৩জন, দুপচাঁচিয়া ও গাবতলীতে ২জন করে। ২১৩টি নমুনার ফলাফলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ১৯৩ টি নমুনায় ৪৬ জনের। আর টিএমএএস মেডিকেলে ২০টি নমুনায় ৪ জন পজিটিভ হয়। বুধবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১০ হাজার ৬৩৭ জন এবং সুস্থতার সংখ্যা ৯ হাজার ৮৬৯ জনে দাঁড়িয়েছে। বুধবার নতুন করে কোন মৃত্যুর সংবাদ পাওয়া য়ায়নি। এ পর্যন্ত জেলায় মোট মৃত্যু হয়েছে ২৬৫টি জনের। সরকারি হিসেবে বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৫০৩জন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন