দুপচাঁচিয়া মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের উদ্যোগে মাস্ক বিতরণ
![দুপচাঁচিয়া মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের উদ্যোগে মাস্ক বিতরণ](./assets/news_images/2021/04/08/Khairul_Islam.jpg)
কোভিড-১৯ করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দুপচাঁচিয়া মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে মেইল বাসস্ট্যান্ড এলাকায় এ মাস্ক বিতরনের উদ্বোধন করেন উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, সাবেক সাংগঠনিক সম্পাদক মহসীন আলী, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান মহলদার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের উপদেষ্টা এম, সরওয়ার খান, সভাপতি বীরমুক্তিযোদ্ধা সুজ্জাত আলী, সদস্য বীরমুক্তিযোদ্ধা বেলাল হোসেন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল করিম, বীরমুক্তিযোদ্ধা ফসিউল ইসলাম খান বাবু, বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, উপাধ্যক্ষ নান্টু চন্দ্র বর্মণ প্রমুখ। এদিন সর্বসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ প্রদান ও ৫শতাধিক মাস্ক বিতরণ বিতরণ করা হয়।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন