প্রকাশিত : ৯ এপ্রিল, ২০২১ ২৩:১৬

বগুড়ায় দ্বিতীয় ধাপের টিকা পৌঁছেছে

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় দ্বিতীয় ধাপের 
টিকা পৌঁছেছে

বগুড়ায় দ্বিতীয় ধাপের জন্য ৬ হাজার ৯০০ ভায়াল করোনার টিকা পৌঁছেছে। এই পরিমান টিকা দিয়ে জেলার ৬৯ হাজার মানুষের টিকা প্রদান করানো যাবে। 

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা: মোস্তাফিজুর রহমান জানান, শুক্রবার সকাল ১০টায় সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছেছে। জেলায় ১ম ডোজের টিকা গ্রহণ করেছে ১ লাখ ৫ হাজার ৫৯৮ জন। এর আগে গত ৭ ফেব্রুয়ারি বগুড়ায় প্রথম ডোজের টিকা পৌঁছেছিল। জেলায় ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজের টিকা প্রদান শুরু হয়েছে। প্রথম দিনে দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করেছে ৯৬৫ জন। জেলায় টিকা পর্যায়ক্রমে আসতেই থাকবে টিকা সকলকে প্রদান করা সম্ভব হবে।  

দৈনিক চাঁদনী বাজার /  সাজ্জাদ হোসাইন

উপরে