প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২১ ১৬:১৯
করোনা রোগী বহনে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস
অনলাইন ডেস্ক

ফরিদপুরে করোনা রোগী বহনে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিসের ব্যবস্থা করেছে স্বেচ্ছাসেবক লীগ।
শনিবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় শহরের সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জানা গেছে, করোনা রোগী সহজ ও নিরাপদ বহনে পাঁচটি অ্যাম্বুলেন্স ২৪ ঘণ্টা ফরিদপুর সদরসহ ৯টি উপজেলায় বিনামূল্যে সার্ভিস দেবে।
অনুষ্ঠানে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ প্রধান অতিথি থেকে এ সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রবীন, এমরান হোসেন রিমন, এটিএম জামিল তুহিন প্রমুখ।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন