প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২১ ২৩:৪৭

বগুড়ায় পিইউপি’র উদ্যোগে ৩’শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় পিইউপি’র উদ্যোগে ৩’শ
পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

কোভিড-১৯ এর কারণে সৃষ্ট প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় এবং কর্মহীন পরিবারের পাশে মানবিক সহযোগিতা প্রদানের লক্ষ্যে বগুড়ায় পল্লী উন্নয়ন প্রকল্পের (পিইউপি) উদ্যোগে ৩দিন ব্যাপী পর্যায়ক্রমে ৩ শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।পিইউপি বগুড়ার প্রধান সমন্বয়কারী শেখ মো: আবু হাসানাত (সাঈদ) এর সার্বিক ব্যবস্থাপনায়

স্বাস্থ্যবিধি মেনে অসহায় পরিবারের সদস্যদের মাঝে সোমবার খাদ্যসামগ্রী তুলে দেন শাজাহানপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: আশিক খান এবং মঙ্গলবার সকালে পিইউপি কার্যালয়ে খাদ্যসামগ্রী তুলে দেন বগুড়া শাজাহানপুর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা। এসময় উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম, কর্মসূচীর সমন্বয়কারী শেখ আবু রাহাত মো: মাশরুকুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা আবুল হাসনাত, বগুড়া ইয়ূথ ফোরামের সভাপতি ও দৈনিক চাঁদনী বাজারের স্টাফ রিপোর্টার সঞ্জু রায়, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবা নাসরিন, যুব সংগঠক নিবির দাস ও নিরব কুমার রায় প্রমুখ। খাদ্যসামগ্রীস্বরুপ প্রতিটি পরিবারকে প্রদান করা হয়েছে ১০ কেজি চাল, ২কেজি ডাল, আলু, পেঁয়াজ, লবণ, তেল এবং ৪টি সুতির মাস্ক ইত্যাদি। 

দৈনিক চাঁদনী বাজার /  সাজ্জাদ হোসাইন

উপরে