বগুড়ায় ওজনে কম দেয়ায় টিসিবি ডিলারের জরিমানা
![বগুড়ায় ওজনে কম দেয়ায়
টিসিবি ডিলারের জরিমানা](./assets/news_images/2021/04/15/bogura.jpg)
পণ্য ওজনে কম দেয়ায় ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশের (টিসিবি) ডিলার গিয়াস উদ্দিন (৫৩) নামে একজনকে ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার বিকেল ৪টার দিকে বগুড়া শহরের উপশহর এলাকায় এ অভিযান পরিচালনা করে টিসিবি ডিলার গিয়াস উদ্দিনকে অর্থদন্ড প্রদান করে। অভিযোগের ভিত্তিতে অর্থদন্ড প্রদান করেন বগুড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গিয়াস উদ্দিন টিসিবির পণ্যর একজন ডিলার। তিনি পণ্য ওজনে কম দিয়ে জনসাধারণের সঙ্গে প্রতারণা করছিলেন। এমন সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালত চালানো হয়। পরে অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ অনুসারে তাকে ৫ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়। পরবর্তী সময়ে গিয়াস উদ্দিন এ ধরণের কাজ করলে তার ডিলারশিপ বাতিল করা হবে বলে জানানো হয়। অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন