প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২১ ০৯:৪৮

শাল্লায় হামলার ঘটনায় গ্রেফতার আরও ১

অনলাইন ডেস্ক
শাল্লায় হামলার ঘটনায় গ্রেফতার আরও ১

সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় আরও এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার হবিবপুর ইউনিয়নের দাড়াইন বাজার থেকে আসামি কতুব আলমকে গ্রেফতার করে শাল্লা থানা পুলিশ।

গ্রেফতার কুতুব আলম (৩৮) উপজেলার কাশিপুর গ্রামের মৃত মৌলভী রহমত উল্লাহর ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দাড়াইন বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে কুতুব আলম মামলার এজাহারভুক্ত আসামি না হলেও ঘটনার ভিডিও ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়।

শাল্লা থানার অফিসার ইনচার্জ নুর আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হবে।

 দৈনিক চাঁদনী বাজার /  সাজ্জাদ হোসাইন

উপরে